উপশহরে যুবককে অপহরণ করে স্বর্ণের বার ও টাকা ছিনতাই

15

স্টাফ রিপোর্টার :
নগরীর শাহজালাল উপশহরে এক যুবককে অপহরণ করে দু’টি স্বর্ণের বার ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে উপশহর মেইন রোডে সানিহিল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অপহরণ ও ছিনতাইয়ের শিকার আখলাকুর রহমান কানাইঘাট উপজেলার শিবনগর ফাটাহিজল গ্রামের এসকে আহমদের পুত্র ও বর্তমানে নগরীর আম্বরখানা ৭৬/১ নং বাসার বাসিন্দা।
জানা যায়, আখলাকুর রহমান বোনের বাসা থেকে তার (বোন) বিয়ের জন্য ২০ ভরি ওজনের দু’টি স্বর্ণের বার ও ৫০ হাজার টাকা নিয়ে শাহজালাল উপশহর এনআরবিসি ব্যাংক থেকে সাউথইস্ট ব্যাংকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছামাত্র দু’টি মোটরসাইকেল ও একটি নোহা মাইক্রোবাসে (ঢাকা মেট্টো-১৯-৪২০৪) থাকা অজ্ঞাত ৮/১০ জনলোক ওই যুবকের গতিরোধ করে তাকে মাইক্রোবাসটিতে তুলে নেয়। এরপর তাকে বহনকারী নোহা মাইক্রেবাস নিয়ে উপশহর জি বøক দিয়ে চলে যায়। গাড়ির ভেতর তাকে পিস্তল ও চাকু ধরে সঙ্গে থাকা ২০ ভরি ওজনের দু’টি স্বর্ণের বার ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ওই যুবককে উপশহর এইচ বøকে ১ নং সড়কে গাড়ি থেকে ফেলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবককে সাদা রংয়ের নোহা মাইক্রেবাসে তুলে নিতে দেখেন। তখন যুবকটি আর্তচিৎকার করলে গাড়িটি দ্রæত গতিতে চলে যায়। এরপর কি ঘটেছে তারা দেখেননি।
এ বিষয়ে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ওই এলাকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।