স্টাফ রিপোর্টার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকার বিজয় মানেই আমাদের সকলের বিজয়। নৌকায় ভোট দিলে মানুষের উন্নয়ন হয়, দেশের মানুষের ভাগ্য ফেরে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর চালিবন্দরস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. মোমেন উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিগত জোট সরকারে আমলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদকে রাষ্ট্রীয়ভাবে মদদ দেয়া হয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় সারাদেশে একের পর এক বোমা হামলা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি ও লুটপাট চালানো হয়েছে। এরফলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ সকল কলঙ্ক মোচন করে থেকে দেশ উন্নয়নের ধারায় ফিরে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদেরকে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলের জন্য, দেশের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতিক। তাই নৌকাকে আবারো বিজয়ী করতে হবে।
মহিলা লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে ড. মোমেন বলেন, আওয়ামী লীগ নারী ক্ষমতায়নে ব্যাপক ভুমিকা রেখেছে। বর্তমানে নারীরা স্বাবলম্বী হতে শিখেছে, আমাদের নারী শিক্ষার হার অতীতের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে। সিলেটে অর্ধেকের বেশি ভোটারই নারী, তাই নারীদের ভোট যাতে উন্নয়নের পক্ষে থাকে, শেখ হাসিনার পক্ষে থাকে সেজন্য মহিলা আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ড. মোমেন উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সিটি কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর এড. সালমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়মী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুরর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সেলিনা মোমেন, সালমা বাসিত, মারিয়াম চৌধুরী মাম্মি, রওশন জেবিন রুবা, জেবুন্নাহার শিরিন, জহুরা আক্তার খানম, হেলেন আহমদ প্রমুখ।
এদিকে গতকাল শনিবার বিকেল ৪ টায় সদর উপজেলার শাহপরান (রহ.) এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সিলেট সদর উপজেলা মহিলা শাখার এক মত বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনীত প্রার্থী, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেছেন- উন্নত সিলেট গড়তে নৌকায় ভোটের বিকল্প নেই ও নারীর উন্নয়নকে আরও গতিশীল করতে আবারো মহাজোট সরকারকে ক্ষমতায় আনতে হবে।
নারী নেত্রী সাহিদা বেগমের সভাপতিত্বে ও ফখরুল ইসলাম দুলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সেক্টর কমান্ডার ফোরাম সিলেট এর বেগম শামসুন্নাহার মিনু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খান, টুলটিকর ইউপি চেয়ারম্যান এএসএম আলী হোসেন, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এড. আফছর আহমদ, মো. বদরুল আলম চৌধুরী, খাদিমপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আনসার মিয়া মহালদার, মো. আখলিছ মিয়া, বদরুল ইসলাম, সুলেলা পাত্র, আফিয়া বেগম, লিজা বেগম, মীনা সেন প্রমুখ।