রমজান আলী রনি
বাংলাদেশের সবুজ নীড়ে
যখন আসে শীত
চাদর গায়ে বসে তখন
হাজার রকম গীত।
শীতের দিনে ভালো লাগে
প্রকৃতিরও ছোঁয়া
শিশিরঝরে ঘাসের ওপর
শুভ্র-মেঘের ধোঁয়া।
খেজুর রসের মিষ্টি ফোঁটায়
শীতের সকাল হাসে
কতরকম পিঠার সুবাস
প্রকৃতিতে ভাসে।
মায়ের কোলে ছোট্ট শিশু
সোনারঙে ডাকে
হইহুল্লোড়ে সারাবেলা
শীতের ছবি আঁকে।