শরীফ সাথী
কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলো,
মায়ের কথায় জানালা খুলে খুকি দিলো;
ঘাসের শিশির ধীরে ধীরে টুকি দিলো।
বৃক্ষ বসায় খুলে আঁখি স্বদলবলে,
কিচির মিচির করে ডাকি অনর্গলে;
রোদ পোহাবার আশায় পাখি ছুটে চলে।
শীত সকালের এমন ক্ষনে চেয়ে দেখি,
কত কথা জাগলো মনে আমার একি?