সিলেট প্রেসক্লাব সদস্যদের পেশাগত কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে বছর সেরা প্রতিবেদক, চিত্র সাংবাদিক ও ভিডিও সাংবাদিক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি। গতকাল প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহীদের আগামী ৩১ অক্টোবর ২০১৮ এর মধ্যে সেরা প্রতিবেদন/ছবি/ভিডিও চিত্রসহ নির্ধারিত ফরমে আবেদনপত্র ক্লাব কার্যালয়ে জমা দেয়ার জন্য আহবান করা হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলোÑ জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন, জাতীয়/স্থানীয় পত্রিকায় প্রকাশিত ছবি এবং টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্র। জানুয়ারি’ ২০১৮ থেকে অক্টোবর’ ২০১৮ পর্যন্ত সময়ের মধ্যে প্রকাশিত/প্রচারিত রিপোর্ট/ছবি/ভিডিওচিত্র – এ পুরস্কারের জন্য বিবেচিত হবে। আবেদনকারীদের মধ্য থেকে প্রতি ক্যাটাগরিতে একজন পুরস্কারপ্রাপ্ত বাছাই করা হবে। পুরস্কার প্রাপ্তদের জনপ্রতি নগদ দশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। শুধুমাত্র সিলেট প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্যরা এ পুরস্কার লাভের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তি