রাজীব হাসান :
লকডাউনে অলস বেশে
কাটে না’তো বেলা
সময়টাকে অপচয় আর
করে গেছি হেলা।
অবসরে ঘরের ভেতর
হয়ে আছি বন্দি
লকডাউনে মাথার উপর
কত রকম ফন্দি।
ভাবনা আসে আঙিনাতে
করেছি সবজি চাষ
বুনেছি ডাটা পুঁইশাক আর
ঘিরেছি দিয়ে বাঁশ।
অবসর সময়ে ফুটেছে
সময়ের টাইম ফুল
কলমির ডাটা সবটা ফাটা
রান্না হয়নি তো ভুল।