জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ছিদ্দেক আলী ৫৫ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলা থেকে জৈন্তাপুর- সিলেট তামাবিল মহা-সড়ক দিয়ে ফেনসিডিলের একটি চালান প্রবেশ করার খবর পায় পুলিশ। এ সময় চতুল বাজার হতে দরবস্ত বাজার পর্যন্ত পুলিশ সোর্স নিয়োগের মাধ্যমে ফেনসিডিল বহনকারীকে সনাক্ত করে। পথিমধ্যে মাদক বিক্রেতা দরবস্ত বাজারে এসে পৌঁছালে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জকিগঞ্জ উপজেলার যশামৌজা গ্রামের মৃত ফরজিদ আলীর ছেলে ছিদ্দেক আলী (৫৫) কে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক বলেন- আটককৃত ছিদ্দেক আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় কাষ্টুরিতে রাখা হয়েছে। মাদক পাচার ও নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লিখার আগ পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।