জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিমকে মামলা থেকে অব্যাহতির দাবি জোরালো হয়ে উঠেছে। চলছে একের পর এক আন্দোলন। এসব আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পরিবহন ঐক্য পরিষদের সহ-সভাপতি রব্বানী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, ট্রাক সমিতির সাধারণ সম্পাদক শফিক মিয়া, লাইটেস সমিতির সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, সিএনজি হেলিপ্যাড শাখার সভাপতি আবদুল মুকিত, পূর্বপাড় শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমদ, পশ্চিমপাড় শাখার সভাপতি জুনেদ আহমদ ভূইয়া, উপজেলার কলকলিয়া শাখার সহ-সভাপতি কবিরুল ইসলাম, রসুলগঞ্জ শাখার সাবেক সভাপতি লাল মিয়া, হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক শায়েক আহমদ, ভবেরবাজার শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সৈয়দপুর শাখার সভাপতি মিলন খান, রাণীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সুবর্ণনগর শাখার সভাপতি সেফুল মিয়া, আলীপুর শাখার সভাপতি শাহিন আহমদ, নয়াবন্দর শাখার সাবেক সভাপতি ফারুক মিয়া ও শ্রমিক নেতা ফঠিক মিয়া প্রমুখ। সভায় বক্তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন, অচিরেই হয়রানীমূলক মামলা থেকে শাহ নিজামুল করিমকে অব্যাহতি দিতে হবে। তা না হলে সকল শ্রমিক জনতাকে সাথে নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।