কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এতে নির্বাচন কমিশন সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রবিবার এই রিট আবেদনটি করেন। এতে রুল জারির আর্জি জানিয়ে ওই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। আজকে হাইকোর্টের একটি বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, (৩) সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে, (ক) মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে এবং (খ) মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে।’
তিনি বলেন, ‘সংসদ বহাল রেখে নির্বাচন অসাংবিধানিক। তাই সংসদ বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং আরপিও এর ১২ ধারার পরিপন্থী।’
গত ১২ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ২৮ নভেম্বর।