রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের পিপি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী রোটারিয়ান আলহাজ্ব সাঈদ মিয়া স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ২৪ নভেম্বর শনিবার সন্ধে সাড়ে ছয়টায় নগরীর হোটেল হিলটাউনের কনফারেন্স হলে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট প্রিন্সিপাল কর্ণেল (অব:) এম আতাউর রহমান পীর। মরহুম সাহিদ মিয়া রোটারীর মাধ্যমে জন কল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন। তাঁর স্মৃতি চির জাগরুক হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসাইন ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুুরী ও এসাইন এসিসষ্টেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস। সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ রহিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব কুমিল্লা সিটির পিপি রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী, ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি সেলিম খান, এসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি ফয়সল করিম মুন্না, রোটারী ক্লাব অব কুমিল্লা অপরূপার প্রেসিডেন্ট রোটারিয়ান মুনমুন আফরোজ, রোটারী ক্লাব অব সিলেট সাউথ এর প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমেদ, পিপি প্রফেসর জয়ন্ত বাবু ও মাওলানা ইলিয়াস আহমদ। ক্লাবের পক্ষ থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি আবুল বশর, রোটারিয়ান পিপি মোঃ তৈয়বুর রহমান, রোটারিয়ান পিপি মোঃ নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি জিয়াউল হক, রোটারিয়ান পিপি মোঃ আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি ড. শহিদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান আইপিপি সাব্বির আহমদ প্রমুখ। অতিথিদের গিফট প্রদান করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রুহুল আলম ও রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী। শুরুতে ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান মোহাম্মদ আলী হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন অনারারি ক্লাব সেক্রেটারী রোটারিয়ান বিকাশ কান্তি দাস। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম সাঈদ মিয়া আরসি সিলেট সেন্ট্রালের পিপি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে বক্তারা স্মৃতিচারণ করেন। বিজ্ঞপ্তি