২৭ নভেম্বর বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ

24

কাজিরবাজার ডেস্ক :
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে এখন চলছে যাচাই বাছাই। অতীতের জরিপ রিপোর্টের ওপর ভিত্তি করে এবং সরকারী দলের প্রার্থী বিবেচনায় নিয়ে নানামুখী পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এ ছাড়া সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের একটি তালিকা লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছে দেয়া হয়েছে। সব হিসেব নিকেশ শেষ করে হাইকমান্ডের অনুমোদন নিয়ে মনোনয়নপত্র দাখিলের এক দিন আগে ২৭ নভেম্বর বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে রাজনৈতিক বাস্তবতার কারণে বিএনপির বেশ ক’জন সংস্কারপন্থী নেতাকে এতদিন দূরে সরিয়ে রাখলেও এখন যারা ফিরতে চাচ্ছেন সবাইকেই কাছে টেনে নেয়া হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলের শক্তি বৃদ্ধি করা হচ্ছে। নতুন করে দলে ফিরে আসা বেশ ক’জন সংস্কারপন্থী নেতাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নও দেয়া হচ্ছে।
বিএনপি এবার ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোটের সঙ্গে নির্বাচন করলেও ৩০০ আসনের মধ্যে অধিকাংশ আসনই নিজেদের দখলে রাখছে। আর যে ৬০ থেকে ৭০টি আসন ঐক্যজোট ও ২০ দলীয় জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে তারাও এবার বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়েই নির্বাচন করছেন। তাই এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং জোটের শরিকদের মধ্যে আসন বণ্টনের বিষয়ে বিএনপি হাইকমান্ড এবার চুলচেরা বিশ্লেষণ করছে। বিশেষ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান লন্ডনে থাকায় সরাসরি প্রার্থী বাছাইয়ে অংশ নিতে পারছেন না বিধায় দলের বিভিন্ন স্তরের নেতাদের দিয়ে প্রতি আসনের সম্ভাব্য প্রার্থী সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। আর এ কারণেই এবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দেরি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।