নারী বলে সংলাপে নেয়া হয়নি

179

কাজিরবাজার ডেস্কঃনির্বাচন সামনে রেখে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধি দলে জায়গা না পাওয়ায় সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান রুমা আলী।
তার অভিযোগ, নারী বলেই তার নাম জোটের প্রতিনিধি দল থেকে বাদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (আইডিএ) সংলাপ হয়।
“বাংলাদেশ ডেমোক্রেটিক ফ্রন্টও জোটে আছে। কিন্তু একমাত্র নারী প্রেসিডিয়াম সদস্যের প্রতি এহেন বিমাতাসুলভ আচরণ কোনো বিবেচনায় গ্রহণযোগ্য হতে পারে না।”
অবশ্য তার এ অভিযোগ অস্বীকার করেছেন ১৮ দলের এ জোটের প্রধান নেতা বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।
ভোটের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে ৬ নভেম্বর বিভিন্ন ইসলামী দল ও জোটের সঙ্গে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬টি ইসলামী দলের ৫২ নেতা সেদিন ওই সংলাপে অংশ নেন। তাদের মধ্যে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধি ছিলেন পাঁচ জন। তাদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মিছবাহুর রহমান চৌধুরী।
গতবছর আত্মপ্রকাশ করা অনিবন্ধিত দল বাংলাদেশ ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান রুমা আলী সংবাদ সম্মেলনে বলেন, “আমি মনে করি জোটের একমাত্র নারী প্রেসিডিয়াম সদস্যকে বাদ দিয়ে জোটের প্রতিনিধি দল নির্বাচন নারীর ক্ষমতায়ানের চেতনার মূলে কুঠারাঘাতের শামিল।”
এ বিষয়ে মুখ না খোলার জন্য হুমকি দেওয়ার হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “আমি সাংবাদিকের মাধ্যমে এ বিষয়ে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।”
অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী  বলেন, সংলাপের জন্য তারা জোটের ১৮ দলের প্রধানের নাম পাঠিয়েছিলেন। কিন্তু গণভবন থেকে বলা হয়, যেহেতু আরও দল সেদিন সংলাপে অংশ নেবে, আইডিএ থেকে যেন দুই জনের নাম দেওয়া হয়।
“তখন আমরা উনাদের অনুরোধ করে জোটের জ্যেষ্ঠ পাঁচজনের নাম পাঠাই। উনি (রুমা আলী) যে অভিযোগ করেছেন, নারী বলে নেওয়া হয়নি- এটা সঠিক নয়। উনি ভুল বুঝেছেন।”
নির্বাচন সামনে রেখে এবার জোটের রাজনীতিতে নতুন জোয়ার এলে নিবন্ধিত, অনিবন্ধিত নানা দল নিয়ে নতুন নতুন জোট গঠনের হিড়িক পড়ে যায়। এরই মধ্যে গত ১৫ সেপ্টেম্বর গঠিত হয় ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স (আইডিএ)।