গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশে জমে উঠে ১০ দিনব্যাপী ফ্ল্যাগ বইমেলা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১৫ নভেম্বর শুরু হওয়া এই মেলা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলার ২য় দিনে প্রত্যেক স্টল ঘুরে দেখা যায়, বিপুল বইপ্রেমী, লেখক, পাঠক, সর্বোপরী ক্রেতাদের পদচারণায় মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। এদিন ছড়ালোক, ছড়াকেন্দ্র সিলেট, মনোওর-মিনা ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে পাক্ষিক ঢালপত্রের মোড়ক উন্মোচন করা হয়।
এদিকে ফ্ল্যাগের সভাপতি এডভোকেট সৈয়দ এমদাদুল হক বলেন, মেলায় বইপ্রেমিকদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো সমৃদ্ধ এবং প্রাণবন্ত করে তুলেছে। প্রতিদিন বিকাল থেকে মেলা প্রাঙ্গণে স্বরচিত কবিতা পাঠ ও দেশাত্ববোধক গানের আয়োজন রাখা হয়েছে। বইমেলার সার্বিক নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিয়ে মেলায় আগতরা সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি মেলার স্টল মালিকরা তাদের বেচাকেনাতে সন্তুষ্ট এবং তারা আশাবাদ ব্যক্ত করেন, ধীরে ধীরে বিক্রি জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি