নেছার আহমদ নেছার
কোথায় চললে পথিক কোন স্বপ্নে ক্ষমতার মোহ্্
চিরদিনের-না ক্ষণিকের?
চিরস্থায়ী ভেবো না-ক্ষমতাটাকে;
লালসা, দাম্ভীকতা, জৌলুস, দাপট,
বাহিনীর তান্ডব, সব মিলিয়ে
আয়েশে বিনোদন আর দাপটে কাটছে সময়।
পথিক তোমার চলার শেষ কোথায়Ñ
একটু ভেবেছ কি?
আজ বিশাল ক্ষমতায় বসে
ভাব্ছোÑএখানেই হবে তোমার চিরস্থায়ী ঠিকানা?
না-না-কারোই কোন কিছু চিরস্থায়ী নয়;
কথাটা প্রতিদিন ২০ ঘন্টাই মনে রেখ।
পথিক অগণিত মানবের অধিকার খর্ব করে
শাসিয়ে হত্যা করে-বেবিচারে
খুব বেশীদিন টিকে থাকা যায় না
নশ্বর এই দুনিয়ায় চিরকালই মানবপ্রেম
অমূল্যÑএক স্রষ্টাই অবিনশ^র একক মালিক।