সিলেট সরকারী কলেজ অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ———- প্রফেসর আতাউর রহমান

39

এম.সি ইন্টারমিডিয়েট কলেজ বর্তমান সিলেট সরকারি কলেজ এর ১৯৭২-৭৩ ও ১৯৭৩-৭৪ সনের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ২১ মার্চ বুধবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে পুনর্মিলনী উৎসব পরিষদের আহবায়ক সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ মুহিত ছয়েফের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউর রহমান।
প্রফেসর আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান সিলেট সরকারী কলেজ অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ কলেজের ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উৎসব সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি কলেজের উন্নয়নে বর্তমান সরকার তথা অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীর মহানুবতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উৎসবের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজমল হোসেন, মোহাম্মদ আলী সেলিম, মোঃ ছমর উদ্দিন মানিক, পারভেজ খান প্রমুখ। এছাড়াও সভায় পুনর্মিলনী উৎসব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি