নবীগঞ্জ বাহুবল আসনের ২০ দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহা-সচিব জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, আমি নেতা হতে আসিনি আপনাদের দোয়ায় আমি জাতীয় রাজনীতিতে সামনের সারিতে দাঁড়িয়ে দেশ ও জাতির অধিকার আদায়ের দাবিতে সবসময় সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছি। এখানে নেতা হতে নয় নবীগঞ্জ বাহুবলবাসীর জনগণের খেদমতে করতে চাই।
তাই ২০ দলীয় জোট হতে মনোনয়নের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে নবীগঞ্জ বাহুবলের উন্নয়নে কাজ করতে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছি। তিনি বলেন, বিগত একটি উপনির্বাচনে এ আসনে প্রার্থী হয়েও ২০ দলীয় জোট নেতৃবৃন্দ ও হাইকমান্ডের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিএনপির প্রতিশ্র“তিতে আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়ে ছিলাম। নির্বাচনে আমি মনোনয়নের জন্য শতভাগ আশাবাদী হয়ে মাঠে নেমেছি। আশা করি ২০ দলীয় জোট আমাকে এবং আমার দলকে মূল্যায়ন করে এ আসন জমিয়তের জন্য ছাড় দিবে। ২০ দলীয় জোটের মনোনয়ন পেলে আমার বিজয়ের জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন এ দেশে উলামায়ে কেরামকে অবমূল্যায়ন করে কেউ ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন পূর্ণ হবে না। তাই আমার দল ও দলের নেতা কর্মীরেকে অবমূল্যায়ন করলে এবারের নির্বাচনে চরম মাশুল দিতে হবে।
গতকাল নবিগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কতাগুলো বলেন। শায়খ মাওলানা আবদুল বাছিত বৈঠাখালীর সভাপতিত্বে ও মুফতি মুশতাক আহমদ ফুরকানীর পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদির হোসাইনী, জমিয়তের কেন্দ্রীয় নেতা কারা-নির্যাতিত মজলুম জননেতা মাওলানা আব্দুস সালাম, এছাড়া আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা হেফাজতের আমীর মাওলানা ক্বাজী হারুনুর রশীদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ ওয়াইসী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর সদস্য সচিব, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, হাফিজ আব্দুল হাই, জমিয়ত নেতা মাওলানা ইনছাফুজ্জামান চৌধুরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব মাওলানা শামছুল ইসলাম নুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা ওয়ালিদ আহমদ সাদী, যুবনেতা মাওলানা বজলুর রহমান সোহান, হাফিজ সাজ্জাদুর রহমান রুমন, মাওলানা হাফিজুর রহমান সাদী, হাফিজ নুরুল হক, মাওলানা আবু ছালেহ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আল-আমিন, মাওলানা আলাউর রহমান, মাওলানা আব্দুল গফ্ফার প্রমুখ। বিজ্ঞপ্তি