স্টাফ রিপোর্টার :
সিলেটের তিনশত বৎসরের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে গতকাল সোমবার নগরীতে উদযাপিত হয়েছে। সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব নগরীর ঐতিহ্যবাহী রিকাবীবাজাস্থ রথযাত্রা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা উৎসব ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণিল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নারী-পুরুষ, তরুণ-তরুনী ও শিশু-কিশোর এবং আবালবৃদ্ধবণিতার উপচেপড়া স্বত:স্ফূর্ত উপস্থিতিতে রথযাত্রা প্রাঙ্গন আলোকিত হয়। রথযাত্রা উপলক্ষে রিকাবীবাজারে মেলা বসেছে। বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসবের গতকাল ছিল উল্টো রথযাত্রা উৎসব।
৯দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল আরতি কীর্ত্তণ, ভোগরাগ, শ্রীমদ্বভগবত প্রবচন কীর্ত্তন মেলা, জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন ও অগ্নিহোত্র যজ্ঞ। রথযাত্রা উপলক্ষে গতকাল বিকেল ৫টায় রথযাত্রা প্রাঙ্গনে ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা, কীর্ত্তন ও অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়।