কবির কাঞ্চন
দেশের ছবি আঁকবে বলে
খোকার হাতে তুলি
প্রাণে বাজে অ আ ক খ
বাংলা মায়ের বুলি।
চারিদিকের সবুজ ঘেরা
শ্যামলীমা প্রান্তর
চোখ জুড়ানো দেশের ছবি
মুগ্ধ করে অন্তর।
মুগ্ধ মনে আঁকে খোকা
বাংলাদেশের ছবি
পাখপাখালি বাগান বাড়ি
আকাশ নদী সবই।
মাঠের পরে মাঠ যে আছে
আছে কতো পাখি
জলের ধারে সাপে-ব্যাঙে
গানে মাখামাখি।
সহজ সরল দেশের মানুষ
কতো স্বপ্ন আঁকে
ভালোবাসাই তাদের পুঁজি
বাংলাদেশের বাঁকে।
ফুলের বনে প্রজাপতি
পরান ভরে নাচে
বাংলাদেশর ছবি মাঝে
বাঙালিরা বাঁচে।