ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলা বিএপির দ্বি-বার্ষিক সম্মেলনে জনসভায় প্রধান অতিথির বক্তেব্যে সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে যে আনন্দ থাকার কথা ছিল তা নেই, আমাদের সেই আনন্দ কেড়ে নিয়েছে গুম নামক বাকশালী সরকারের অদৃশ্য এক কারাগার। আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ তাই সবার দুঃখ ভারাক্রান্ত মন। আজ এখানে আমি নয় ইলিয়াস আলী আসার কথা ছিল। কিন্তু তা হলো না নিয়তির পরিহাসে। আমি নেতা হতে আসিনি আমি এসেছি আপনাদের সাথে নিয়ে এ জনপদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান করতে। আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম তিনি আমার স্বামী এম ইলিয়াস আলীর সন্ধানের আশ্বাস দিলেও দীর্ঘ দু’বছর হয়ে গেলেও তিনি তাঁর কথা রাখেননি। আমি ঘুরতে ঘুরতে আপনাদের কাছে এসেছি! জনতার নেতা এম ইলিয়াস আলীকে জনতাই ফিরিয়ে আনতে পারবে বলে আমি বিশ্বাস করি। তিনি গতকাল শনিবার ওসমানীনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত উপজেলার দয়ামীর বাজার সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সন্মেলন পূর্বক জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক চেরাগ আলী। বিএনপি নেতা আনহার মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এড; এম. নুরুল হক, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দাল মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ময়নুল হক চৌধুরী, মহিলা সম্পাদিকা সালেয়া কবির পপি, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উসমানপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, সাবেক সাধারণ সম্পাদক তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএপির যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, এড.আব্দুল গফ্ফার, এড. আং রাজ্জাক, আবুল খায়ের শামীম, এড. শামসুজ্জামান জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আং আহাদ খান জামাল, সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরীসহ জেলা ও ওসমানীনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভায় শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজ মোহাম্মদ ফখর উদ্দিন। আলোচনা সভা শেষে ওসমানীনগর উপজেলার ৮ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উসমানপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও সাংগঠনিক সম্পাদক শাহ মো: ইয়াহ্ইয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইলিয়াস পতœী তাহসিনা রুশদির লুনা ও জেলা বিএনপির আহবায়ক এড: এম নুরুল হকসহ জেলার নেতৃবৃন্দ।