রেজাউল রেজা
নদীর উপর বাঁশের সাঁকো
ঢুলু ঢুলু করে,
বুকের ভেতর দুরু দুরু
কখন যে কে পরে!
শিশু-কিশোর ভয়ে ভয়ে
দেয় পাড়ি সেই সাঁকো,
মাঝে মাঝে ভয় পেয়ে যায়
দেয় যে বাবা ডাকও।
এইতো কদিন আগের কথা
একটা শিশু খেলো,
রাক্ষসী ঐ বাঁশের সাঁকোয়
দাদুর প্রাণটা গেল!
বাঁশের সাঁকোয় চলব কত?
ঝরবে কত প্রাণ?
এই যাতনা হতে কবে
মিলবে পরিত্রাণ?