হেমন্ত

27

রমজান আলী রনি

হেমন্তকাল নিয়ে আসে
সবুজ মাঠে ছায়া
ধানে-ধানে গানে-গানে
নতুন কোনো মায়া।

মাঠে-মাঠে পাঁকা ধানে
হেমন্ত খায় দোল
নতুন ধানে হেমন্তের গান
জুড়ায় মায়ের কোল।

নবান্নতে ঘরে-ঘরে
পিঠা খাওয়ার ধুম
হিমের রাতে হলুদ চিঠি
কপালে দেয় চুম।

শান্ত নদী প্রকৃতির ঘ্রাণ
সুবাস ছড়ায় মনে
উদাস হয়ে ছুটে চলি
মধুমাখা ক্ষণে।