নূরনবী হীরা
খাওয়াইয়া তুই আণ্ডাটা
ধরলি যখন ডাণ্ডাটা
ভাঙতে কোমড় মাণ্ডাটা
আসছে দেখ ওই পাণ্ডাটা
উঁড়াতে ওই ঝাণ্ডাটা।
একাত্তরেও উঁড়ছিলো
অনেক যোদ্ধাও মরছিলো
কিছু ভক্ত তোর ছিলো
বহু রক্ত পড়ছিলো
সাহসীদের জোর ছিলো।
শকুনেরা হাসছিলো
দুঃখে এ দেশ ভাসছিলো
যখন যোদ্ধা আসছিলো
শত হাজার লাশ ছিলো
ভিতুরা সব দাশ ছিলো
হায়েনা সব কাশ ছিলো
খুশিতে মন ভাসছিলো
যুদ্ধ জয়ের মাস ছিলো
যাসনে ভুলে সেই কথা
দিসনে আর কোন ব্যথা।