নিজ নিজ অবস্থান থেকে হযরত শাহজালাল (রহ.)-এর ওরস পালনের আহ্বান

13

হযরত শাহজালাল (রহ.) ৭০১তম পবিত্র ওরস মোবারক উপলক্ষে দেশেরসহ বিশ্বের ভক্তবৃন্দদের সকল মসজিদ-মাজার ও নিজ নিজ স্থান থেকে মিলাদ মাহফিল, দোয়া, কুরআনে খতম ও তবারক বিতরণের আহ্বান জানিয়েছেন হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মাজার ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান।
তিনি গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বলেন, হযরত শাহজালাল (রহ.) এর ওরস প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে। তবে বর্তমান বিশ্বে মহামারি করোনা ভাইরাসের জন্য এবারের ওরস মোবারক দরগাহ কমিটির উদ্যোগে অত্যন্ত সীমিত আকারে অনুষ্ঠিত হবে। শুধু দরগাহ হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটির নেতৃবৃন্দরা আগামী ১১ জুলাই গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরস মোবারক পালন করবেন। এবং দরগাহে মিলাদ মাহফিল ও কুরআন খতম অনুষ্ঠিত হবে।
আর যারা ভক্তবৃন্দ তারা দেশেরসহ বিশ্বের ভক্তবৃন্দদের সকল মসজিদ-মাজার ও নিজ নিজ স্থান থেকে মিলাদ মাহফিল, দোয়া, কুরআনে খতন ও তবারক বিতরণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি