শাহরুবা চৌধুরী
স্পর্শ করি রুদ্ধ বাতায়নে
অকস্মাৎ খুলে যদি দ্বার
ত্রাণহীন বন্দি এ জীবনে
মুক্তিপণ- তুমিই আমার
চৈত্রদিন। পুড়ে যাচ্ছে নদীর শরীর
বৃক্ষদের চঞ্চল নিঃশ্বাস
অচিরেই নামবে গোধূলি
ডাকবে না খোঁপার পলাশ!
ভেসে যায় ক্লান্ত মেঘমালা
শেষ হয় অপেক্ষার দিন
যাকে তুমি ছুঁড়েছিলে তির
আমি সেই আহত হরিণ।