কবির কাঞ্চন
আজকের শিশু আগামীতে
বড় হবে যেই
মা মাটি দেশ ভালোবেসে
মানুষ হবে সেই।
বাড়বে শিশু হেসেখেলে
মুক্ত রবে যেই
পাখপাখালী ভালোবেসে
মানুষ হবে সেই।
শিখবে শিশু মনানন্দে
বড় হবে যেই
জ্ঞানের আলোর মশাল জ্বেলে
মানুষ হবে সেই।
দেখবে শিশু মধুর স্বপন
মহা আনন্দেই
আকাশসম স্বপ্ন দেখে
মানুষ হবে সেই।
স্কুল হবে নিরাপদ এক
শিক্ষা গ্রহণেই
গড়বে শিশু ভবিষ্যৎকাল
ভালোবাসাতেই।