দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের আয়োজনে, উপজেলার ২১টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন, থারার অফিসার ইনর্চাজ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
বুধবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে থানার অফিসার ইনর্চাজ মো. ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে, থানার এসআই জগৎজ্যোতি চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লেিগর সহ সভাপতি হাজী তহুর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়াম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমি, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ থালুকদার, সাধারণ সম্পাদক জ্যোতি ভূষণ জন্টু তালুকদার, উপজেলা হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জগদিশ দে রানা, সাধারণ সম্পাদক ননী গোপাল দাস, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।
সভায় আরও বক্তব্য রাখেন, পূজা মন্ডপের পক্ষে, বিধুর চন্দ্র দান, কেশব দে, সুকেশ রঞ্জন দাস, অধীর বর্মন, দিরেন্দ্র পাল, অপু পাল, অসীত রঞ্জন দাস, দিপক দে দিপু, বিজয় বৈদ্য, নান্টু দাস, নিপেশ দেবনাথ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, এসআই আলাউদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল সুনামগঞ্জ ভিউ ডটকম’র প্রধান সম্পাদক হোসাইন আহমদ, সম্পাদক ও প্রকাশক সোহেল তালুকদার, সাংবাদিক নুরুল হক, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।