জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেছেন, ৯৫ ভাগ মুসলমানের আবাস ভূমি আমাদের জন্ম স্থান বাংলাদশ এক সাগর রক্তের বিনিময়ে যার স্বাধীনতা অর্জন। কিন্তু দুঃখজনক হলেও আজকের বাস্তবতা হচ্ছে বর্তমানে দেশে ইসলাম ও মুসলমানদের ধ্বংসের এক নিরব ষড়যন্ত্র চলছে। দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। মাওলানা শায়খ জিয়াউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জমিয়তের সকল কর্মসূচী বাস্তবায়নে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দেশের সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্রচলিত মানব রচিত মতবাদ মানবতার কল্যাণে চরম ভাবে ব্যর্থ হয়েছে। দেশে রাজনীতির নামে চলছে লুটপাট ও স্বৈরতন্ত্র স্থায়ীত্বের মহোৎসব। চলমান সংকট মোকাবেলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিজয়ী কাফেলা জমিয়তের কোন বিকল্প নেই।
তিনি শুক্রবার বিকেলে নগরীর শহীদ সুলেমান হলে সিলেট জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা ছাত্র জমিয়তের বিদায়ী সিনিয়র সহ সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে, বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, এমরান আহমদ ও ফয়েজ উদ্দিন খানের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নাসির উদ্দিন খান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান, কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান, সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মাওলানা খলিলুর রহমান মাওলানা নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, মাওলানা নূর আহমদ কাসেমী, ইউকে জমিয়ত নেতা মাওলানা আহমদ মাদানী, মাওলানা জসিম উদ্দিন, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সহ বিপুল সংখ্যক ছাত্র জমিয়তের নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলে এম সাইফুর রহমানকে সভাপতি হাফিজ ফয়েজ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক, রুহুল আমীনকে সাংগঠনিক সম্পাদক ও নোমান সিদ্দিককে প্রচার সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক সিলেট জেলা ছাত্র জমিয়তের কমিটি ঘোষণা করেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কবির আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ মসউদ আজহার, হাফিজ ফরহাদ আহমদ, এয়াইয়া হামিদী, হাফিজ আব্দুল করিম দিলদার। বিজ্ঞপ্তি