ওসমানীনগরে ইলিয়াছ হত্যার প্রতিবাদে সভা ॥ জড়িতরাসহ ইন্ধনদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি

37

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে বৃদ্ধ ইলিয়াছ মিয়াকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দয়ামীর ইউনিয়নবাসীর উদ্যোগে সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুস শহিদ। নিহত ইলিয়াস মিয়ার ছোট ভাই দয়ামির ইউপির প্যানেল চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ লেচুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়রম্যান তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, আব্দুল হাই মোশাহীদ, হীরন মিয়া, বর্তমান মেম্বার, আফরোজ আলী, আব্দুস শহিদ, সাইদুল ইসলাম রেনু মিয়া, ইমাদ উদ্দিন লিলু, সাংবাদিক আবু হানিফা, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আবু বকর প্রমুখ। উক্ত সভায় দয়ামীর ইউনিয়নের প্রায় সহ¯্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হওয়া ইলিয়াছ মিয়া অত্র ইউনিয়নের একজন ভাল মানুষ হিসাবে সমাজে ব্যাপক পরিচিতি ছিল। ঘাতকরা তাঁকে নির্মমভাবে খুন করেছে। কিন্তু ঘটনায় প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও ঘাতকদের প্রশাসন গ্রেফতার করতে পারছে না। তাই দ্রুত খুনের ঘটনার সাথে জড়িতদরে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ওই ঘটনার মূল ইন্ধনদাতাদেরও খুঁজে বের করার জন্য প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান বক্তারা।