হযরত মাওলান তাহসীল উদ্দিন ক্বাসিমী বলেছেন, জীবনে ইসলাম প্রতিষ্ঠা করলে আখিরাতে শান্তি লাভ করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল মতের অনুসারীদেরকে ইসলাম প্রতিষ্ঠায় এক হতে হবে। ইসলাম প্রতিষ্ঠায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) কাজ করে গেছেন। ইসলাম শান্তির ধর্ম। তাই সবাইকে ইসলামী শাসন মেনে ঈমানের সাথে জীবন পরিচালনা করতে হবে।
তিনি গত ২০ফেব্র“য়ারী বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের জামেয়া ইসলামিয়া হক্কানিয়া রায়খাইল মাদরাসার উদ্যোগে আয়োজিত ১৮তম তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামেয়া ইসলামিয়া হক্কনিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুমিনুল হক রাজা, সহ সভাপতি জাকির হোসেন, হাজী মন্নান ও মোঃ পারভেজ আহমদ এর পৃথক পৃথক সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন দারুল হুদা সিলেট মাদরাসার নায়েবে মহতামিম হযরত মাওলানা সিরাজুল ইসলাম। প্রধান আকর্ষণ ছিলেন, বায়তুন্নুর জামে মসজিদ ঝর্ণাপার সিলেট এর খতিব হযরত মাওলানা বাহা উদ্দিন বাহার। বিশেষ অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা শেখ মর্তুজা আহমদ, হযরত মাওলানা আব্দুল কাদির, হযরত মাওলানা শেখ খাইরুল ইসলাম, হযরত মাওলানা হাফিজ হারুনুর রশীদ, হযরত মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন সিসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী এডুকেশন ট্রাষ্ট এর আজীবন সদস্য হাজী নুর মিয়া, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সিলেট এর ম্যানেজার আহবাব আহমদ, সিটি ব্যাংক লিমিটেড সিলেট এর ম্যানেজার রেজা আহমদ, ওয়ান ব্যাংক লিমিটেড সিলেট এর ম্যানেজার বাপ্পী মিয়া । মাহফিল পরিচালনা করেন মাদরাসার নায়েবে মহতামিম হযরত মাওলানা হাফিজ হোসাইন আহমদ। ইসলামী সঙ্গিত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মনসুর ও হাফিজ আব্দুল বাছিত। কোরআন থেকে তেলাওয়াত করেন রুবেল আহমদ ও জুবেল আহমদ। বিজ্ঞপ্তি