গোলাপগঞ্জ পৌর উপ-নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী রাবেল বিজয়ী

40

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
উৎসব মুখর পরিবেশে গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বিজয়ী হয়েছেন যুক্তরাজ্য যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (জগ) প্রতীকের আমিনুল ইসলাম রাবেল। ৪ হাজার ১শত ৪৯ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) প্রতীক নিয়ে পান ৩ হাজার ৯শত ৫৭ ভোট। বিএনপির স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) প্রতীকের গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পান ৩ হাজার ৫শত ৫৯ ভোট ও বিএনপির অপর স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতীকের মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পান ৩ হাজার ৩শত ৫৪ ভোট। ৫ স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধা ৬টায় উপজেলার সভা কক্ষে বেসরকারী ভাবে আমিনুল ইসলাম রাবেলকে বিজয় ঘোষণার পর রাবেলের সমর্থকরা বিশাল কর্মী বহর নিয়ে ডাকঢোল পিটিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। সন্ধ্যা ৭টার পর রাবেল তার কর্মী বহর নিয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন, সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও পৌরসভা উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার খোরশেদ আলম ও সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমান। এসময় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমান উপস্থিত ছিলেন। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ এবং শেষ হয় বিকাল ৪টা ১৫ মিনিটে।