হবিগঞ্জে সাড়ে ৬ লাখ মানুষকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে

63

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলায় একযোগে সাড়ে ৬ লাখ মানুষকে খাওয়ানো হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট। ১ থেকে ৭ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এই ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
সোমবার (১ অক্টোবর) সকাল ১০টায় হবিগঞ্জ শহরের সুলতানমামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুমদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম এবং ডা. দেবলিনা দাশগুপ্ত তুষ্টিসহ নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, এতিমখানা, কিন্ডার গার্টেন স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে এই ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।