কাব্য কবির
ডাক দিয়ে যায় খোলা আকাশ,
ডাক দিয়ে যায় ধানে,
ডাক দিয়ে যায় রাখাল ছেলের
মিষ্টি মধুর গানে।
ডাক দিয়ে যায় রসের হাঁড়ি
মায়ে ডাকে আমায় বাড়ি।
ডাক দিয়ে যায় বোয়াল মাছে,
আমি উঁঠছি হিজল গাছে।
ডাক দিয়ে যায় চাঁদের বুড়ি,
বুড়ি তো নয় তাঁজা মুড়ি।
ডাক দিয়ে যায়, ডাক দিয়ে যায়
ফুল, পাখি আর ঘাসে,
সারাক্ষণ থাকতে চায়
ওরা আমার পাশে,
ওরা আমায় দেখে হাসে।
ডাক দিয়ে যায়,
ডাক দিয়ে যায়,
আমার দুরান্ত শৈশব,
কোথায় খুঁজে পাব আমি
হারানো এইসব।