সিলেটের নতুন দৈনিক শুভ প্রতিদিনের আত্মপ্রকাশ উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল তিনটায় সিলেট কেন্দ্রীয় মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লিটল মাস্টার খ্যাত বিশ্ববরেণ্য ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল শোভাযাত্রায় অংশ নেন। হাতির পিঠে চড়ে শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সমর্থক রয়েল বেঙ্গল টাইগারখ্যাত মিলন আহমদ। শোভাযাত্রার শুরুতে শুভ প্রতিদিনের নামের একেকটি বর্ণমালা নিয়ে ছিলো একদল শিশু। শহীদ মিনার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্ট প্রাঙ্গণে মোহাম্মদ আশরাফুলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এর আগে শোভাযাত্রা শুরুর প্রাক্কালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী।
শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- সিলেটবাসী প্রত্যাশা করে দৈনিক শুভ প্রতিদিন এ অঞ্চলের গণমানুষের পত্রিকায় পরিণত হয়ে ওঠবে। সংবাদপত্র জগতে সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নেতৃত্ব দিবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে দলমত-নির্বিশেষে সকল পাঠকের চাহিদাপূরণে রাখবে ভূমিকা। কোন গোষ্ঠি, মত কিংবা মতাদর্শের হয়ে কথা বলবে না শুভ প্রতিদিন। কিন্তু প্রত্যেকের দৈনিক হয়ে উঠবে। বক্তারা প্রত্যাশা করেন- পাঠক প্রতিদিন যা জানাতে চান, শুভ প্রতিদিন তাই জানাবে।
শোভাযাত্রায় অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সিনিয়র সাংবাদিক ও ইমজার সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরু, সহ সভাপতি ও শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক আব্দুর রশিদ রেনু, ইমজার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জু, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি আব্দুল বাতিন ফয়ছল, সিলেট চেম্বারের পরিচালক মুশফিক জায়গীরদার, মহানগর যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, সহ-সভাপতি এম. রশিদ আহমদ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এইচ এম রুমেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, তাঁতী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাদশা গাজী, মোর্শেদ আলম বেলাল, সাউদিয়া গ্রুপের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রবাসী কমিউনিটি নেতা ফারুক আহমদ, মহানগর বিএনপি নেতা হুমায়ূন আহমদ মাসুক, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম আব্দুর রহমান, সিলেট জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি শাহ আলম, সিলেটের হালচাল’র সম্পাদক সুরত আলী, সংস্কৃতি ব্যক্তিত্ব কামরুল আই রাসেল এডভোকেট সাকি শাহ্ ফরিদী, যুগান্তর স্বজন সমাবেশের প্রণব কান্তি দেব, যুবলীগ নেতা সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মহানগর ছাত্রদল নেতা মাশরুর রাসেল, সিলেট সাইক্লিস্ট সোসাইটির আতিকুর রহমান লিপু প্রমুখ। বিজ্ঞপ্তি