নুশরাত রুমু
শরৎ এলো শিউলি নিয়ে
সোনালি রোদ হাসে
কাশের বনে হাওয়া দেখে
মন খুশিতে ভাসে।
মেঘের সাথে আড়ি দেখে
ছুটলো ছেলের দল
নদীর জলে লাফিয়ে আজ
করবে ঘোলা জল।
প্রজাপতি নেচে বেড়ায়
খেয়ে ফুলের মধু
আলতা পায়ে গুনগুনিয়ে
চলছে গাঁয়ের বধূ।
ঋতুরানির আগমনে
পুজোর সানাই বাজে
কিচিরমিচির গাইছে পাখি
মন বসে না কাজে।