ছোট্ট নদী :
নদীর ধারে বাড়ি আমার
কাটে শৈশব বেলা,
এপার ওপার সাঁতার কেটে
ভাসাই কলার ভেলা।
নদীর বুকে জোয়ার আসে
ভাসে স্রোতের ঢেউ,
জেলে মাঝির নৌকা ডোবে
দেখে নাতো কেউ।
ডিঙি নৌকা পাল তোলে
গায় মাঝি গান,
নদীর বুকে সাঁতার কেটে
পাই যে ফিরে প্রাণ।
স্মৃতি মাখা নদীর কথা
আজও মনে পড়ে,
বাড়ির পাশে ছোট্ট নদী
যেতে ইচ্ছে করে।