বলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

55

দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল ২৭ সেপ্টেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিল বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপত্বিতে ও বিদ্যালয় পরিচালনা কমিটির এম.পি প্রতিনিধি মো: নিজামুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ এর সদস্য আলহাজ্ব মইনুল ইসলাম। তিনি বলেন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্হিবিশ্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটছে। ভিশন ২০২১ এর লক্ষ্যে সরকারের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। তাহলে দেশের উন্নয়ন আরও বেগবান হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নুরুল ইসলাম শাকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকবুল আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, বিদ্যালয় ম্যনেজিং কমিটির সদস্য হাজি মানিক মিয়া, বিদ্যালয়ের পরিচালনা কমিটি সদস্য ফজলুর রহমান মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা মোছা: ফেরদৌস আরা বেগম। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি সদস্য মাসুক মিয়া, জুলহাসুর রহমান লেচু, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ সদস্য লিটন খান, তেতলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ক্বারী ফয়ছল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী দিলওয়ার আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসনা সিদ্দিকা জবা, রাশেদা ফেরদৌস, দিপ্তী রাণী দাস, শ্যামলী রাণী দাস প্রমুখ।