ডেজার্ট তৈরির প্রতিযোগিতা ড্যান কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮ এর আঞ্চলিক বাছাইপর্ব চলছে দেশব্যাপী। ভিন্নধর্মী এই আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার সিলেটের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত ৪০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপের মাধ্যমে ৩ জনকে ইয়েস কার্ড দিয়ে পরবর্তী স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের পর পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের আরো ২টি শহরে আঞ্চলিক বাছাইপর্ব শেষে স্টুডিও রাউন্ডটি ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ড্যান কেক-এর হেড অব মার্কেটিং মিনহাজ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
দেশব্যাপী চলমান এই আঞ্চলিক বাছাইপর্ব শেষে নির্বাচিত ২৫ জনকে নিয়ে পরবর্তী স্টুডিও রাউন্ডটি ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সবশেষে তাদের মধ্য থেকে ৩ জন বিজয়ী নির্বাচন করা হবে, যাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার। প্রথমস্থান অধিকারী পাবেন একজন সঙ্গীসহ ডেনমার্ক ঘুরে আসার সুযোগ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শেফ আনাযারা শেখ, দিল আফরোজ সাইদা ও মৌরী ইসরাত খান। বিজ্ঞপ্তি