সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, এ দেশের ৩০ লাখ শহীদ আর দু’ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এই বিজয়ের মাসে বাঙালি জাতি দীর্ঘ ন’মাস মুক্তিযুদ্ধ করে বিজয় আনেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ১৮ মিনিটের ভাষণে তিনি বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” তাই জাতি বঙ্গবন্ধুর এই ভাষণ শোনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর দরগা গেইটে অবস্থিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে হৃদয়ে ৭১’র ফাউন্ডেশন আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় মাসুক উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হৃদয়ে ৭১’র চেয়ারম্যান ইব্রাহিম আহমদ জেসির সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সোহানুর রহমান মিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, মহানগর যুবলীগ নেতা কয়েছ উদ্দিন আহমদ, হৃদয়ে ৭১’র নির্বাহী পরিচালক তাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির নেতা মাহবুবুর রহমান শিবলু, লেখক অমিতাভ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হৃদয়ে ৭১’র সদস্য আহমদ হামজা চৌধুরী, মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা জামিল আহমদ চৌধুরী, মহানগর যুবলীগ নেতা সাহেদুর রহমান সাহেদ, হৃদয়ে ৭১’র সিলেট জেলার সাবেক আহ্বায়ক মুস্তাফিজুর রহমান চৌধুরী লিমন, আইন বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফি, সাবেক দপ্তর সম্পাদক আবু বক্কর পারভেজ, এম.কে আল-আমিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ডালিম চৌধুরী, হৃদয়ে ৭১’র সদস্য সৈয়দ এমাদ, যুবলীগ নেতা ফেরদৌস আলম, হৃদয়ে ৭১’র দক্ষিণ সুরমা শাখার সদস্য তরিকুর ইসলাম চৌধুরী মুবিন, মাজেদুল হক, মহানগর ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজুল প্রমুখ।
সভায় হৃদয়ে ৭১’র পক্ষ থেকে প্রধান অথিতি মাসুক উদ্দিন আহমদ ও প্রধান বক্তা অধ্যাপক মোঃ জাকির হোসেন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি