ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের ১৫ হাজার ভারতীয় নাছির বিড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা আড়াইটায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের আবদুল হান্নানের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ১৫হাজার ভারতীয় নাছির বিড়ি উদ্ধার করেন থানার এসআই শফিকুল ইসলাম ও জাহিদপুর ফাঁিড় পুলিশের এএসআই বেল্লাল আহমদ।
জানা যায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের মৃত কলমধর আলীর পুত্র আবদুল হান্নান দীর্ঘদিন ধরে তার বসত বাড়িতে ভারতীয় নাছির বিড়িসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এসব ব্যবসা পরিচালনা করার জন্য তার রয়েছে একটি চক্র। এ চক্রের মাধ্যমে এলাকায় প্রতিদিন এসব ব্যবসা পরিচালিত হয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা আড়াইটায় দিকে থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে আবদুল হান্নানের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ১৫হাজার ভারতীয় নাছির বিড়ি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারি পালিয়ে যায়। অভিযানে ১৫ হাজার নাছির বিড়ি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত নাছির বিড়ির বাজার মূল্য প্রায় ১৫হাজার টাকা। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা আইনে আবদুল হান্নানের বিরুদ্ধে থানায় একটি মামলা (নং-২৫) দায়ের করা হয়েছে।