সিলেটভিউ২৪ডটকম’র প্রতিনিধি সম্মেলন ॥ মানবতার কল্যাণে সাংবাদিকদের কলম শক্তিশালী

61

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বাধিক পঠিত অনলাইন সংবাদমাধ্যম সিলেটভিউ২৪ডটকম’র প্রতিনিধি সম্মেলন-২০১৮ সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়। প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের চারটি জেলা, বিভিন্ন উপজেলা ও থানা এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেলের সভাপতিত্বে দুটি অধিবেশনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অব.) ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। দ্বিতীয় অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ ও সিসিকের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
নিজের বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন বলেন, ‘মা, মাটি, মানুষ ও দেশ এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের দেশের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই দেশকে নিয়ে আমরা গর্ব করি। সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা হচ্ছেন অগ্রসেনানী।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা শক্ত ভিত পায় না। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। গঠনমূলক, দায়িত্বশীল ও দেশের জন্য ভালো এমন সাংবাদিকতা করতে হবে। অন্যায়, অনৈতিক পথে পা দেয়া যাবে না। সৎ পথের উপার্জনে শান্তি বেশি। মানবতার কল্যাণের জন্য সাংবাদিকদের কলম অনেক শক্তিশালী। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে অনেক কুসংস্কার আছে, অনেক নোংরামি, অন্ধকার আছে। এগুলো দূর করতে সাংবাদিকদের কাজ করতে হবে।’
আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদের জন্য সিলেটভিউ২৪ডটকম সবার কাছে সমাদৃত। মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই অনলাইন সংবাদমাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে না। আমি নিজেকে সিলেটভিউ পরিবারের সদস্য মনে করি। সিলেটভিউয়ের সাথে ছিলাম, আছি, থাকবো।’ তিনি সিলেটভিউ২৪ডটকম’র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘একসময় আমেরিকার হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। এখন আমেরিকার প্রেসিডেন্ট উন্নয়ন দেখতে বাংলাদেশে যাওয়ার কথা বলেন। বাংলাদেশের এই অগ্রযাত্রার খবর তুলে ধরতে হবে।’ বিজ্ঞপ্তি