দক্ষিণ সুরমার সিলাম পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা কার্যক্রম গতকাল ১৬ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় শুরু হয়েছে। এলাকাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলাম পশ্চিশ পাড়া কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে। সিলাম পশ্চিমপাড়া নিবাসী আলহাজ্ব সাজিদ আলীর পুত্র পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক কমিউনিটি ক্লিনিক এর ভূমি দাতা মরহুম এম এন আনোয়ারের সহযোগিতায় ক্লিনিকটি তার দানকৃত ভূমিতে নির্মাণ হয়।
গতকাল রবিবার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সমাজসেবী শমছুল হোসেন সমছুর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী পরিদর্শক আতিকুর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ দেলওয়ার হোসেন,বিশেষ অতিথি ছিলেন- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা রোগী কল্যাণ সমিতির সহ সভাপতি জ্যৈষ্ঠ সাংবাদিক হাজী এম আহমদ আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সায়েদুল হক, সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লী অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মোঃ আব্দুল কাইয়ুম, সমাজ সেবী আবু সাঈদ জুবেরী সাদ, আহাদ হোসেন, সিলাম পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও সিলাম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ সাদিক মিয়া. ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল আলী, মহিলা ইউপি সদস্য হালিমা বেগম, সিলাম পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাজমিন বেগম, নজরুল ইসলাম, কমিটির সহ সভাপতি ওবায়দুর রহমান বাদশা,সদস্য ইকবাল হোসেন, সমাজ সেবী সরওয়ার উদ্দিন,হাজী পাবেল মিয়া, আফজল হোসেন,শাহ মকসুদুল ইসলাম,জুনেদ আহমদ প্রমুখ।
সভায় সিলাম পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিকের ভূমি দাতা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মরহুম এম এন আনোয়ার, সমাজসেবী মরহুম হাজী সিরাজুল ইসলাম ধন মিয়া, সমাজসেবী মরহুম হাজী সিরাজ উদ্দিন বাবুলের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে কমিউনিটি ক্লিনিকের রাস্তার জন্য ভূমি দাতা যুক্তরাজ্য প্রবাসী কউিনিটি নেতা মরহুম মস্তকিন আলীর পুত্র মোঃ রয়াব আলী ও ছওয়াব আলী, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সৈনিক শাহ নূর মোহাম্মদ, মৌলভী ইয়াকুব আলী গেদা মিয়া, মরহুম মাস্টার শাহ মুকদ্দছ আলীর স্ত্রী গুলুজান বিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ দেলওয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক একটি যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্য সচেতনতার জন্য কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে গতিশীল করতে কমিউনিটি নেতৃবৃন্দ, সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। সভায় কমিউনিটি ক্লিনিকের বিদ্যুৎ লাইন স্থাপন, ফ্যান লাগানো, সাইন বোর্ড, রাস্তা নির্মাণসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর নির্দেশনায় কমিটি ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহনের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি