স্টাফ রিপোর্টার :
খাদিমপাড়ায় একটি বাসার ছাদে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়। এ সময় ৩টি গাঁজার গাছের চারা উদ্ধার এবং চাষীকে আটক করা হয়।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা সিনিয়র এএসপি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যার পরে র্যাব-৯ খাদিমপাড়া এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের অদূরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির ছাদে ৩টি বড় আকারের গাঁজার গাছ জব্দ করেছে। এ সময় অবৈধভাবে গাঁজার চারা রোপণের অপরাধে চাষী আবুল কালামকে (৪০) আটক করে। আটক আবুল কালামকে গাঁজার চারাগুলো কোথা থেকে কিভাবে এনে রোপণ করা হলো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, র্যাব-৯ আলামতসহ আসামী আমাদের কাছে হস্তান্তর করেছে। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে মামলা নং-৩।