আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ॥ নিরক্ষরতার অভিশাপ থেকে মানুষকে মুক্ত করতে হবে

104

সিলেটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটে ও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শনিবার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগ ও সিলেটে কর্মরত বিভিন্ন এনজিওর সহযোগিতায় সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু শাফায়াৎ মুহাম্মদ শাহের দুল ইসলামের সভাপতিত্বে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট সুচন্দা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দাশ। প্রধান অতিথির বক্তব্যে মৃনাল কান্তি দাশ বলেন, শিক্ষা উন্নয়নের পূর্ব শর্ত। নিরক্ষরতার অভিশাপ থেকে দেশের নিরক্ষর মানুষদের মুক্ত করতে আমাদের অবস্থান থেকে প্রচেষ্টা চালাতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। এটা উন্নয়নের অন্তরায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষর মুক্ত সোনার বাংলার। তাঁরই সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে ভিশন, ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে কাজ করছেন। আমাদেরকে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিক ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম ভূইয়া। বক্তব্য রাখেন-সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-এওয়ার্ডের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, ¯্র্যাক এর নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, রিডোর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন, কারিতাস এর আঞ্চলিক ব্যবস্থাপক পিইস নানোয়ার, জাগরণী চক্র ফাউন্ডেশনের ডিটিএল মোঃ আব্দুল বাকী প্রমুখ। বিজ্ঞপ্তি