মাযহারুল ইসলাম অনিক
জাতির পিতা অমর তুমি রবে চিরদিন,
সত্যি বলছি ফুরোবেনা কভু তোমার ঋণ।
তুমি যেদিন এ ধরাতে এলে শিশু রূপে,
বড়ো গোঁফা শত্রুগুলো ছিলো না নিশ্চুপে।
রক্ত আশে এদিকওদিক ছুটেছিলো তারা,
বুড়ো-বুড়ি শিশু-কিশোর গিয়েছিলো মারা।
গাড়ি -বাড়ি কলকারখানা নিয়েছিলো লুটে,
শত্রুগুলো চলছিলো ভাই কালো কালো বুটে।
শাসন বারণ কেউ মানেনি সব করেছে ছাপ,
বৃদ্ধ পিতাও তাদের থেকে পায় নি কভু মাফ।
এমন ভাবেই অনেক বছর হলো একাই পার,
সাহস নিয়ে তুমিই তখন দেখাও স্বাধীন দ্বার।
তর্জনীটা উঁচোয় ধরে দিলে তেজি ভাষণ,
সেই ভাষণে কাঁপলো ধরা কাঁপলো পাকির আসন।
তারপরেতে বঙ্গ জাতি পেলো স্বাধীন স্বাদ,
হঠাৎ করে ভাঙালো দেখো সকল দুঃখ বাঁধ।
তোমার দেওয়া সেই ভাষণে স্বাধীন হলো জাতি,
ঘরে ঘরে জ্বলছে দেখো খুব যে আলো বাতি।
ভালো থেকো সুখে থেকো বঙ্গ জাতির পিতা,
শত্রু বুকে জ্বলবে দেখো বিশাল অনল চিতা।