জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

29

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে স্কুল কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পূর্ব বুধরাইল (আটঘর) গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার আউদত পূর্ব বুধরাইল (আটঘর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে গত কয়েক দিন আগে গ্রামের রুনু মিয়া ও রফু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এরই জের ধরে ১০ আগষ্ট শুক্রবার স্থানীয় গ্রামের মসজিদে নামাজ শেষে রফু মিয়ার লোকজনের উপর প্রতিপক্ষ রুনু মিয়ার লোকজন হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মাসুম হোসেন, খালিক মিয়া, সাবাজ মিয়া, মখলিছ মিয়া, তুরন মিয়া, মিন্টু মিয়া, পারভেজ আহমদ, রুবেল মিয়া, শফিকুল ইসলাম সহ উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে গুরুতর আহত ১০ জনকে আশঙ্কাজনক অকবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ বলেন, দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হন।