স্টাফ রিপোর্টার :
কুয়াশাচ্ছন্ন আকাশ ঝাপসা থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা বিমানের ওঠানামা বন্ধ ছিল। এ সময় ৪টি ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী বিমানবন্দরে নেমেছে। এর মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ফ্লাইট নামে।
জানা যায়, ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার সকালে ৩ ঘণ্টা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ওঠানামা বন্ধ ছিল। এ সময় ৪টি ফ্লাইট পার্শ্ববর্তী বিমানবন্দরে নেমেছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় ভোর ৬টা থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত ঢাকা বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করেনি। ৯টার পর থেকে ফ্লাইটগুলো অবতরণ ও উড্ডয়ন করছে। কুয়াশার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহা থেকে আগত ফ্লাইট সিলেট এবং সিঙ্গাপুর ও শারজাহর ফ্লাইট চট্টগ্রাম অবতরণ করেছে। এ ছাড়াও বিমানের দাম্মাম থেকে আগত ফ্লাইটটি পাঠানো হয় সিলেটে। একই কারণে বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইট ৬ ঘণ্টা বিলম্বে অবতরণ করেছে। কুয়াশার কারণে ঢাকার আকাশে দীর্ঘক্ষণ চক্কর দিয়ে অবতরণ করেছে সৌদি এয়ারলাইনসের রিয়াদ ও মদিনা থেকে ঢাকাগামী ফ্লাইট, ইউএস-বাংলার মাস্কাট, ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে আগত ফ্লাইট।