ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাতক বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩৩/১১কেভি উপ কেন্দ্রের মেরামত ও সংরক্ষণ এবং ১১কেভি সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছ-পালার ডাল-পালা কর্তনে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা আবশ্যক। গাছের ডাল-পালা কর্তন কার্যক্রম চলাকালে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ, ইউএনও অফিস, ছাতক পৌরসভা, সংসদ সদস্যের বাসভবন, ছাতক বাজার, হাসপাতাল রোড, ছাতক হাসপাতাল, ফায়ার সার্ভিস, ছাতক রেলওয়ে ষ্টেশন এলাকা, ছাতক ডিগ্রি কলেজ ও সংলগ্ন এলাকা, বাগবাড়ি, নোয়ারাই, কালারুকা, চেচান, চৌকা, জাউয়াবাজার এবং দোয়ারা উপজেলার টেংরাটিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে সূত্রে জানা গেছে।