রোটারী ক্লাব অব বিয়ানীবাজার বন্যাদুর্গতদের মাঝে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল চিকিৎসা প্রদান করা হয়েছে। উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উদা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাইজকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গত ১১ জুলাই মঙ্গলবার দুপুরে রোটারী ক্লাব অব বিয়ানীবাজার এর উদ্যোগে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সহ সেখানে ফ্রি মেডিকেল চিকিৎসা প্রদান করা হয়।
রোটারী ক্লাবের মেডিকেল টিমের প্রধান ডা. আবু ইছহাক আজাদ ও স্থানীয় নয়াগ্রাম কমিউনিটি ক্লিনিকের পিএইচসিপি জিয়াউর রহমানের নেতৃত্বে সেখানে বন্যাদুর্গত অসুস্থদের ফ্রি মেডিকেল চিকিৎসা দেয়া হয়। এ সময় রোটারী ক্লাব অব বিয়ানীবাজার এর প্রেসিডেন্ট রোটারিয়ান নজরুল ইসলাম, সেক্রেটারী রোটারিয়ান ইমরান হোসেন, পিপি রোটারিয়ান গৌছ উদ্দিন খান খোকা, পিপি রোটারিয়ান ফখর উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মিজানুর রহমান, প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান কামাল হোসেন, রোটারিয়ান আলাল উদ্দিন, রোটারিয়ান দেলওয়ার হোসেন, রোটারিয়ান আব্দুল মতিন, রোটারিয়ান সাব্বির আহমদ ও আব্দুস শুকুর প্রমুখ ত্রাণ বিতরণে অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি