কাজিরবাজার ডেস্ক :
দক্ষিণ সুরমা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৫ আগস্ট) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুরমার শতভাগ বিদ্যুতায়ন ও ফেঞ্চুগঞ্জে ১ হাজার ১৪২ মেগাওয়াট বিদুৎকেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এই দিন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুরমাসহ দেশের ২১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুমেরি জামান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।