শিক্ষার্থীদের ৯ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে নগরীতে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

41

ঢাকায় বাস চাপায় দুই স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে ও ঘাতক বাস চালক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।
শুক্রবার (৩ আগষ্ট) বাদ জুম্মা নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিজ ছাদিক আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম ক্বাসেমী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সাবেক প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ শাহিদ আহমদ হাতিমী, সহ সভাপতি আবুল খয়ের, সহ সাধারণ সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদি, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হাসিব, সদস্য জাফর সরওয়ার, দেলওয়ার মনজু, তোফায়েল আহমদ সোবহানী, হাফিজ সালমান আহমদ, হাফিজ জাকারিয়া সালমান প্রমুখ। বিজ্ঞপ্তি